রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
তোমরা আগে বুঝবে , উপলদ্ধি করবে , তারপর গ্ৰহণ করবে।
**************************************
দেব দেবতারাতো সেদিনকার। পাঁচ হাজার , সাত হাজার , দশ হাজার বছরের।
....পঞ্চাশ হাজার বছর আগে যে মানুষ ছিল তখন দেবতা কে ছিল ?
সুর ছিল। তাই আজ্ঞাচক্রে সহস্রারে শিবশক্তি দেখতে পাচ্ছ , প্রকৃতি-পুরুষ।
তোমরা কি করবে ?
দেবর্ষি নারদ শিবের কাছে গেলেন। শিব তখন বললেন , মহাকাশের ধ্বনির সাথে যুক্ত হও। তোমরা মনে মনে করবে জপ , আর সময় মতো সেই সুর বাজাবে। মূলাধার , স্বাধিষ্ঠান , মণিপুর কিন্তু তোমাদের দীক্ষা দিয়েছি সহস্রারে , অনেক ঊর্দ্ধে। অনেক বিষয়বস্তু সম্পর্কে জানা।
প্রত্যেক দ্বারের একটা অনুভূতি আছে।
'সা' -এর টিপ দিলে একরকম শব্দ হয়, 'রে'-এর মধ্যে টিপ দিলে আরএক রকমের শব্দ হয়। এই হারমণিটা তোমরা বাজাবে।
শুধু সুরে থাকবে।
"রাম নারায়ণ রাম" আপনমনে ব'সে ব'সে জপ করতে থাকবে।
"হে সুর ! কে তুমি জানিনা , কোথায় আছো জানিনা , কিন্তু চলছে জগতের সৃষ্টি। সৃষ্টির আরম্ভ কোথায় জানি না। মহাকাশের মহা নিনাদ সুরে আনলে , নিশ্চয়ই তোমার সুর খুঁজে পাবো। তোমরা সেই আশীর্বাদ কর, সেই সুর সাধাতে যেন ডুবে থাকতে পারি।"
তোমরা আগে বুঝবে , উপলদ্ধি করবে , তারপর গ্ৰহণ করবে।
জম্মসিদ্ধ মহান শ্রী শ্রী বালক ব্রম্মচারী মহারাজ।
পুস্তক সূত্র : অমৃত।
🙏রাম নরায়ণ রাম🔱🌹
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন