বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১
বালক ব্রহ্মচারী মহারাজের নির্বিকল্প সমাধি
# পুস্তক সূত্র ঃ বিশ্ববিশ্রুত নির্বিকল্প সমাধি #
*নির্বিকল্প সমাধি ঃ সংবাদপত্রের ভূমিকা*
'নির্বিকল্প সমাধি' বিষয়টা বুজরুকি বলে উড়িয়ে দিতে চান অনেকেই। কিন্তু ভারতের মাটিতে 'নির্বিকল্প সমাধি' কথাটা নতুন নয়। বহু যোগী-ঋষির জীবনে এটি ঘটতে দেখা গেছে। বালক ব্রহ্মচারী মহারাজেরও ১৯৬০ সালে দীর্ঘ ২১ দিন কয়েক ঘন্টা 'নির্বিকল্প সমাধি' হয়েছিল। তার বিবরণ তৎকালীন 'যুগান্তর' ( ১৫ই পৌষ, ১৩৬৭, শুক্রবার) পত্রিকায় যা প্রকাশিত হয়েছিল, তা হুবহু নীচে উদ্ধৃত করা হল : ---
তিন সপ্তাহাধিক কালব্যাপী নির্বিকল্প সমাধি-অবস্থার পূর্ণ অবসান ঘটে গত রবিবার খ্রীষ্টমাস দিবসের সন্ধ্যা ৬-৪০ মিনিটে। সহস্র সহস্র জনসমাগম হওয়া সত্ত্বেও তাঁহার সমাধিভঙ্গের পবিত্র অনুষ্ঠানপর্ব অত্যন্ত শান্ত আবহাওয়ার মধ্যে নির্বিঘ্নে সম্পন্ন হয়। গত একুশ দিন ধরিয়া সহস্র সহস্র ভক্তবৃন্দের মুখমণ্ডলে এক অমঙ্গল আশঙ্কার ছায়াপাত হইয়াছিল ; ধ্যানমগ্ন আত্মসমাহিত অবস্থার ২১ দিন অতিবাহিত হইলে গত শনিবার সকালে চিকিৎসকগণের মতে শ্রীশ্রী ঠাকুরের স্থূল দেহে শ্বাস-প্রশ্বাসক্রিয়া প্রথম সূচিত হয়। ইতিপূর্বে বহুবার পরীক্ষা করিয়া দেখা হইয়াছে যে, তাঁহার মধ্যে নাড়ির স্পন্দন ও শ্বাসক্রিয়ার প্রভাব বিন্দুমাত্র ছিল না। ভক্তবৃন্দের দ্বারা প্রথম প্রথম ফলাদির রস ও জল তাঁর স্থির অচল মুখের মধ্যে প্রবেশ করাইবার জন্য বিশেষ সতর্কতা সহকারে চেষ্টা করা হইয়াছিল ; কিন্তু সবই গড়াইয়া পড়িতেছে দেখিয়া সেই প্রচেষ্টা স্থগিত রাখা হয়। প্রত্যহ দিনরাত্র সহস্র সহস্র দর্শকবৃন্দ তাঁহার সমাধি অবস্থা দর্শন করিয়া আশঙ্কিত হইয়া পড়িয়াছিলেন ; শনিবার সকালে শ্বাসক্রিয়া সূচিত হওয়ার প্রায় ৩৬ ঘন্টার পর শ্রীশ্রী ঠাকুর তাঁহার চক্ষুদ্বয় উন্মিলিত করিলে সমবেত ভক্ত ও দর্শকমণ্ডলীর মধ্যে বিপুল আনন্দের উল্লাসধ্বনি উত্থিত হয়, শত শত নারীকণ্ঠ হইতে নিঃসৃত উলুধ্বনি ও শতশত মঙ্গল শঙ্খধ্বনি শ্রুতিগোচর হইল। ..........
[ পুস্তক সূত্র ঃ বিশ্ববিশ্রুত নির্বিকল্প সমাধি, লেখক ঃ চিত্ত সিকদার, প্রকাশকাল : মহাষ্টমী, ১৪০৭ বঙ্গাব্দ (৫ই অক্টোবর, ২০০০ খ্রীষ্টাব্দ), পৃষ্ঠা ঃ ৬০,৬১, আংশিক ]
রাম নারায়ণ রাম
রাম নারায়ণ রাম
রাম নারায়ণ রাম
Tags: Ram Narayan Ram, Beder kormi
balak bhramhachari news
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন