বেদের কর্মী

বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১

Balak Bramhachari Maharaj

# পুস্তক সূত্র ঃ নাম জপ # .....যারা দীক্ষা নিতে আসে, তারা তাদের নিজের-নিজের বুঝ নিয়েই প্রথমে আসে। ক্রমে ক্রমে আমি তাদের ব্যাপকতার বুঝে, বিরাটের বুঝে নিয়ে যাই। এখানে যে বলা হয় মন্ত্র জপ করে অনেকের দর্শন বা সিদ্ধি-মুক্তি হয়েছে, কেউ বা মহাপুরুষ হয়েছে অথবা ভগবান পেয়েছে, সে বিষয়ে আমি কিছু বলবো না। সবাই এখানে ঘূর্ণীপাকেই ঘুরছে। তবে এখানে কে যে কোন্ ঘূর্ণীপাকে ঘুরছে, জানি না। যে যে-পাকে ঘুরছে, যা পাচ্ছে পাক। এই ঘূর্ণীপাকের ঘূর্ণীতে আছে যারা, তাদের কথা আমি বেশী কিছু বলি না। আমি practical লোক। যা সত্য, যা বাস্তব, অনন্ত বিশ্বপ্রকৃতি যে জ্ঞানে প্রতিষ্ঠিত ---- সেই সহজ সত্য বস্তুর কথাই আমি বলি। আমি তথাকথিত ধর্মের কথা, অনুভূতি বা দর্শনের কথা, সিদ্ধি-মুক্তির কথা বলিনা। তবে আমার কাছে যে কয়েক কোটি লোক আসে, তাদের একজনেরও তা হয়নি, পরে হবে কিনা জানি না। আমি অত্যন্ত সাধারণ ব্যক্তি। প্রকৃতির কর্মী হয়ে সবার মাঝে কাজ করে যেতে চাই। ভগবান-ভগবান বললেই হল ? সেই ব্যক্তিটি কোথায়, তার ঠিকানাটা কি ----- তা আগে জানতে হবে। আজ পর্যন্ত যাদের সাথে আমার যোগাযোগ হয়েছে, তাদের কেউই ভগবানের ঠিকানা জানতে পারে নি। ..... ( পূর্বের ধারাবাহিকতায় ) [ পুস্তক সূত্র ঃ নাম জপ, পৃষ্ঠা ঃ ৫৯, আংশিক, জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ, প্রকাশনায় ঃ বালক ব্রহ্মচারী যোগ মন্দির, লিলুয়া, হাওড়া। সম্পাদনা ঃ রামচন্দ্র পাঁজা, প্রকাশকাল ঃ জুন, ২০১৫ । ] রাম নারায়ণ রাম রাম নারায়ণ রাম রাম নারায়ণ রাম

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন