বেদের কর্মী

মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১

বালক ব্রহ্মচারী মহারাজ এর নির্দেশ

পরমপিতার নির্দেশনা
১) ......এখানে অশান্তির কারণ সাধারণতঃ তিনটি ---- কাঞ্চন, যশ ও কাম। ওদেরও বিষদাঁত যায় ভেঙ্গে যদি তোমার হুঁশ সব সময় মাত্রামাফিক চলে। ২) নিন্দায় যোগদান করো না। ৩) যশের পাল্লায় পড়ে নিজেকে বানচাল করবে না। বাহাদুরি দেখাতে গিয়ে উপহাসের বস্তু হয়ো না। ৪) তোমায় কেউ প্রশংসা করলে অতি মাত্রায় উঠে যেও না, প্রশংসা করলেই তাল হারিও না। ৫) তোমায় যত প্রশংসাই করুক না কেন, আরো ক'রে অযথা আরো নেবার চেষ্টা ক'রো না---- ক্ষতির সম্ভাবনা সেখানে। ৬) অযথা কাউকে ঠাট্টা-টিটকারী ক'রো না, তাতে নিজেকে বাচাল বানানো ছাড়া অন্য কিছু হয় না। ৭) দুনিয়ার সব কিছু দেখবে, শুনবে ও বুঝতে চেষ্টা করবে ; হঠাৎ কোন কিছু বলতে চাইবে না, নিজে না বুঝে না জেনে ; কাহাকেও হঠাৎ কোন কিছু বলে আঘাত দেবে না। বুঝবার চেষ্টা করবে, জানবার চেষ্টা করবে ---- তোমার শিক্ষার মাধুর্য্য সেখানে গিয়ে দাঁড়াবে। ৮) মানীর ও মানের মর্যাদা দিয়ে চলবে। ৯) যে বিষয়ে কেউ অপমানিত হতে পারে সে বিষয়ে কোন কথা জিজ্ঞাসা করবে না। ১০) মন ও অবস্থা না বুঝে হঠাৎ কাউকে কাজের আদেশ দেবে না। ১১) হালকা বাহাদুরি নেওয়ার জন্য কোন কাজ করবে না। ১২) তুমি সব সময় খেয়াল রাখবে তোমা হতে কেউ যেন আঘাত না পায় ১৩) অযথা বাক্য ব্যয় করো না। জানো তো অমিতব্যয়িতা মূঢ়তা ----- কথাতেই হৌক, আর অর্থতেই হৌক । দেখা গিয়েছে অধিক কথায় শান্তি অপেক্ষা অশান্তির উদ্রেক হয়েছে অনেক বেশী। ১৪) একটা কিছু বলার আগে বেশ চিন্তা ক'রে বলবে। বলার ভারসাম্য না থাকলে অস্বস্তিরই মাত্রা বাড়ে। ১৫) একজনের আলাপের সময় আর একজন অসুবিধা করবে না। সেই অভ্যাসে তোমার ধৈর্যগুণেরই সুন্দর বিকাশ হবে। ১৬) ভালো উপদেশ সবা হ'তে গ্রহনীয়। সেখানে মানাপমানের প্রশ্ন না রাখাই সমীচীন, তাতে অপকার অপেক্ষা উপকৃত হবে অনেক বেশী। ১৭) কি শিশু কি বৃদ্ধ ---- যে যা বলে মন দিয়ে আগে তা শুনে নেবে। ১৮) নিজের মনকে সব সময়ে পাঠ বা 'স্টাডি' করবে। তাতে শুদ্ধাশুদ্ধ, ন্যায়ান্যায়, জ্ঞানাজ্ঞান ---- সবটারই একটা মাত্রা নির্ণয় করতে পারবে। ১৯) নিজেকে জানাই 'সব'কে জানা। তুমি তোমাকেই তন্নতন্ন ক'রে খোঁজ, তবেই হবে সব খোঁজা । ২০) রাজনীতি করার আগে নিজের নীতিকে গড়ো আগে, তখন সেই নীতিতে এসে সব পড়বে, নেতৃত্বের বিকাশ তখনই হবে। ২১) মাত্রা ছাড়িয়ে চললে বিপদের সম্ভাবনা। ২২) তোমরা জ্ঞানের পূজারী, সুন্দরের পূজারী ও গুণের পূজারী ।....... জন্মসিদ্ধ মহান শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ। [ পুস্তক সূত্র ঃ নির্দেশ] রাম নারায়ণ রাম রাম নারায়ণ রাম রাম নারায়ণ রাম

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন