বেদের কর্মী

শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১

বালক ব্রহ্মচারী মহারাজ এর অভয় বাণী

t# পুস্তক সূত্র ঃ বেদ সূত্রসার # # এই পৃথিবীকে আমি স্বর্গে পরিণত করে দিয়ে যাবো। পৃথিবীর বুকে যাতে এক মহাশান্তির ঢেউ বয়ে যেতে পারে, আমি তারই ভিত রচনা করছি। # যারা আমার অত্যন্ত কাছের, আমার nearest ও dearest, আমার কায়ার সঙ্গে ছায়ার মত হয়ে গেছে, আমার কথা শুনেই তাদের যেন সেটা দর্শন হয়ে যাচ্ছে ------- এরকম যখন বুঝতে পারবো, তখন বলবো 'আমার কথা' তাদের কাছে। # আমি 'হাঁ'তেও থাকি, 'না'তেও থাকি। সাধনার পথে আমি কাউকে কোন কিছু থেকে বঞ্চিত করতে চাই না। # আমার দেওয়ার মত মন থাকতে পারে ------ আমি অপেক্ষা করে থাকবো ক্ষেত্র তৈরী করা পর্যন্ত, কারণ , ক্ষেত্র প্রস্তুত করাই আমার কাজ। আমি ক্ষেতী, উপযুক্ত জমি বুঝে বুঝে চাষ করে যাই। # যেন-তেন-প্রকারেণ ক্ষেত্র প্রস্তুত করাই আমার কাজ। [ পুস্তক সূত্র ঃ বেদ সূত্রসার, জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ। পৃষ্ঠা ঃ ১৮০, আংশিক, গ্রন্থনা ঃ ত. চ. ; প্রকাশক ঃ বেদপ্রচারক টিমের পক্ষে, শ্রী হরিবন্ধু পাল, গঙ্গারামপুর, নয়াবাজার , দক্ষিণ দিনাজপুর। ] রাম নারায়ণ রাম রাম নারায়ণ রাম রাম নারায়ণ রাম

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন