বুধবার, ২৬ জানুয়ারি, ২০২২
বালক ব্রহ্মচারী মহারাজ কার ধ্যান করেন
#প্রশ্ন: শ্রীশ্রী ঠাকুর কার ধ্যান করেন..?
#উত্তর- জন্মসিদ্ধ ঠাকুর শ্রীশ্রী বালক ব্রহ্মচারী মহারাজ 'শূন্যে'র ধ্যান করেন। স্রষ্টার স্বরূপ সত্তা শূন্যসত্তা। পরম চৈতন্যময় মহাশূন্য মহাকাশ থেকেই বিশ্বব্রহ্মাণ্ডের সব কিছু সৃষ্টি। শ্রীশ্রী ঠাকুরের স্বরূপ সত্তাও সেই চৈতন্যময় শূন্যসত্তা। তাই সেই শূন্যের ধ্যানেই তিনি আত্মস্থ--'হরি হয়ে হরি ভজে গৌর নিত্যানন্দ'।
শ্রীশ্রী ঠাকুর বিভূতি দেখাবার জন্য দেখাতেন না--স্বতঃস্ফূর্ত ভাবে প্রকাশ হয়ে যেত। শৈশবে ও বাল্যকালে এই ঘটনা অহরহ ঘটত। পরবর্তীকালে সংহত আকারে প্রকাশ পেত। ব্যাটারী অতিমাত্রায় চার্জ হয়ে গেলে আপনা থেকেই 'স্পার্ক' করে। কিন্তু নিয়ন্ত্রণে আনতে পারলে তা বন্ধ থাকে। অবশ্য ক্ষেত্র বিশেষে বৃহৎ স্বার্থে--ব্যাপ্তির প্রয়োজনে কোন কোন সময়ে স্বেচ্ছায় বিভূতি শক্তির প্রকাশ ঘটাতেন।
Ram Narayan Ram
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন